নিজস্ব প্রতিনিধি,রিষড়া- বাঙালী মানেই ফুটবল এবং সেই ফুটবল যদি ব্রাজিল কিংবা আজেন্টিনার মধ্যে হয় তাহলে সেই ম্যাচ বাংলা জুড়ে বাড়তি উন্মাদনা হবে এটায় স্বাভাবিক। ভারতীয় সময় রবিবার ভোরে কোপা আমেরিকা ফুটবল ফাইনাল কে ঘিরে সেই উন্মাদনা এখন বাংলা জুড়ে। বাংলার পাহাড় থেকে সমুদ্র যেন আড়াআড়ি ভাগে ভাগ হয়ে গেছে।কেউ ব্রাজিল আবার কেউ আর্জেন্টিনার হয়ে গলা ফাটাবে টিভির সামনে বসে। সেই ফাইনাল ম্যাচ কে ঘিরে তৎপর হুগলির রিষড়ার প্রখ্যাত মিষ্টান্ন প্রতিষ্ঠান ফেলুমোদক। টানটান সেই উত্তেজনাপূর্ণ ম্যাচের স্বাদ নিয়ে এসেছে মিষ্টিতে।প্রস্তুত করেছে ব্রাজিল এবং আর্জেন্টিনার জার্সির রং এর বিভিন্ন ধরনের মিষ্টি।শনিবার এই দোকানের কর্মীরা ব্রাজিল এবং আর্জেন্টিনার জার্সি পরে ক্রেতাদের চাহিদামত তুলে দিচ্ছে তাদের প্রিয় দলের মিষ্টি। দুই দলের রঙের রসগোল্লা, সন্দেশ,গুজিয়া মত মিষ্টিতে সেজে উঠেছে দোকান। ক্রেতারা এই ধরণের মিষ্টি পেয়ে খুশি, তারা জানান বাঙালির পছন্দ যেমন ফুটবল, তেমনই পছন্দের খাবার মিষ্টি। স্বাভাবিকভাবেই মিষ্টির মধ্যে দিয়ে খেলা দেখার বাড়তি আনন্দ পাব। দুই দলের জার্সি গায়ে দিয়ে ফুটবল উৎসবের মেজাজে দোকানের কর্মীরাও। কর্মী বিক্রম রায় জানান ক্রেতাদের হাতে বিশেষ ধরনের মিষ্টি দিতে ভালো লাগছে। “ফেলু মোদক” এর কর্ণধার অমিতাভ দে জানান বাঙালী মানেই ফুটবল,সেই খেলার উত্তাপ দু’দল সমর্থকদের মধ্যে ছড়িয়ে দিতেই আমাদের এই অভিনব উদ্যোগ।ক্রেতাদের কাছে এই মিষ্টির চাহিদা থাকায় ভালো লাগছে। স্বাভাবিকভাবেই মিষ্টির স্বাদের মধ্যে দিয়ে সেই ম্যাচের আনন্দ নিতে এখন অপেক্ষায় ফুটবলপ্রেমীরা।
Views: 745