নিজস্ব প্রতিনিধি,শ্রীরামপুর-চিকিৎসক বিধানচন্দ্র রায়ের জন্মদিনে নূতন চেহারায় ফিরলো শ্রীরামপুরের মনি কমল হাসপাতাল।যার আনুষ্ঠানিক সূচনা হল রাজ্যের পরিবেশ মন্ত্রী তথা চিকিৎসক রত্না দে নাগ এবং শ্রীরামপুরের বিধায়ক চিকিৎসক সুদীপ্ত রায় সহ বিশিষ্ঠজনের উপস্থিতিতে। আপাতত ৪৫ শয্যা দিয়ে হাসপাতাল শুরু হলেও চাহিদা অনুযায়ী তা পরিনত হবে ২০০ শয্যায়। হুগলি জেলার বাসিন্দাদের উন্নতর চিকিৎসা পরিষেবা দেওয়ায় লক্ষে ২০০২ সালে শিক্ষাবিদ অধ্যাপক স্বরাজ মুখোপাধ্যায়ের উদ্যোগে, শ্রীরামপুরের দিল্লি রোড লাগোয়া এই হাসপাতালটি গড়ে ওঠে।শুরু হয় সমস্ত ধরনের চিকিৎসা । উত্তরপাড়া থেকে ব্যান্ডেল পর্যন্ত অসুস্থ মানুষের আধুনিক চিকিৎসা কেন্দ্র হয়ে ওঠে এই হাসপাতাল । কিন্তু মনিকমল হাসপাতালের প্রতিষ্ঠাতা স্বরাজ মুখোপাধ্যায়ের মৃত্যুর পর বন্ধ হয়ে যায় এই হাসপাতালটি ফলে এই এলাকার বিস্তীর্ণ অঞ্চলের বাসিন্দাদের স্বাস্থ্য পরিষেবায় প্রভাব পড়ে। দীর্ঘদিন পর স্বরাজ বাবুর সহধর্মিনী ইন্দ্রানী মুখোপাধ্যায় রাজ্য সরকারের উন্নত স্বাস্থ্যব্যবস্থার সঙ্গে শামিল হতে পুনরায় এই চিকিৎসা কেন্দ্রটি চালু করার সিদ্ধান্ত নেন। সেইমতো বৃহস্পতিবার চিকিৎসক দিবসে সাধারণ মানুষের চিকিৎসা পরিষেবায় খুলে দেওয়া হলো এই হাসপাতাল।
Views: 3791