নিজস্ব প্রতিনিধি,চুঁচুড়া-গুলিবিদ্ধ হলেন বাঁশবেড়িয়া পুরসভার প্রাক্তন উপপুরপ্রধান আদিত্য নিয়োগী। হুগলির বাঁশবেড়িয়ার বেলতলা বাজার এলাকার ঘটনা। অভিযোগ মঙ্গলবার সকালে বাজার করার সময় দুস্কৃতিরা পিছন দিক থেকে গুলি করে তাকে। পিঠে গুলি লাগে। প্রথমে চুঁচুড়ার একটি বেসরকারি নার্সিংহোমে প্রাথমিক চিকিৎসার পর তাকে কলকাতায় নিয়ে যাওয়া হয়। আদিত্য নিয়োগীর কর্মীদের অভিযোগ তৃণমূলের গোষ্টি কোন্দলের কারনে এই ঘটনা। মুলত তাদের দাবী এই পুরসভার পুর প্রশাসক ও তার স্বামীর বিরুদ্ধেই কারণ পুরসভায় থেকে এতদিন তারা সরকারি টাকায় মোচ্ছোব করেছে, গরিব মানুষের টাকা লুট করেছে, নেতৃত্বেকে ভুল বুঝিয়ে ক্ষমতায় আছে । আদিত্য বাবু এই বিষয়ের উপর সরব হয়েছিলেন, পাশাপাশি তিনি চেষ্টা করছিলেন বাঁশবাড়িয়া পুরসভাকে একটা স্বচ্ছতার জায়গায় নিয়ে যাবার, তার জন্যই এই পরিণতি। ইতিমধ্যেই ওই এলাকায় সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। আহত আদিত্যকে দেখতে যান চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। তিনি বলেন দুস্কৃতিদের কোন রঙ হয় না, এরা দলের বদনাম করছে, এই ঘটনার সাথে অভিযুক্তদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে।ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
Views: 198