নিজস্ব প্রতিনিধি-বাংলা জুড়ে উর্ধমুখী সংক্রমণ, সঠিকভাবে টিকা না পাওয়ার অভিযোগ উঠছে চারিদিকে।এরই মধ্যে সোমবার রাজভবনে মন্ত্রীসভার সদস্যদের শপথ গ্রহনের পর নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠক হয়,সেই বৈঠকের পর সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানালেন রাজ্যবাসী বিনামূল্যে টিকা পাবে। তিনি বলেন, কেন্দ্রের কাছে ৩ কোটি টিকা চেয়ে পেয়েছি মাত্র ১ লক্ষ। পাশাপাশি তিনি বলেন সরকার ৩০ হাজার কোটি টাকা খরচা করে টিকা দিতে পারে কিন্তু কেন দিচ্ছে না সেটা জানি না।তবুও বলছি আমরা রাজ্যের সবাইকে বিনামূল্যে টিকা দেব। একইসাথে তিনি বলেন বেসরকারি হাসপাতালগুলিকে ১ কোটি টিকা দেওয়া হবে।সুত্র মারফৎ জানা গেছে সোমবারের মধ্যে রাজ্যে প্রায় সাড়ে ৪ লক্ষ টিকা এসে পৌঁছবে।ইতিমোধ্যেই রবিবার শহরে এক লক্ষ কোভ্যাক্সিন এসে পৌঁছেছে।স্বাভাবিকভাবেই নতুন ভাবে এই পরিমান টিকা এসে পৌঁছালে টিকাকরনে গতি বাড়বে যদিও স্বাস্থ্যদপ্তর সুত্রে জানা যাচ্ছে তাদের লক্ষ্য প্রথম ডোজ নেওয়া টিকা প্রাপকদের টিকাকরণ প্রক্রিয়া শেষ করা।
Views: 230