নিজস্ব প্রতিনিধি,কলকাতা- মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃতীয়বারের জন্য বাংলার সরকারে ক্ষমতায় এল তৃনমূল কংগ্রেস। গত ৫ই মে নতুন সরকারের মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সোমবার রাজভবনে তাঁর মন্ত্রীসভার অনান্য সদস্যরা শপথ নিলেন। এদিন রাজ্যপাল জগদীপ ধনকড় ৪৩ জন সদস্যকে শপথ বাক্য পাঠ করান যাদের মধ্যে অসুস্থতার কারণে ভার্চুয়ালি শপথ বাক্য পাঠ করেন অমিত মিত্র, ব্রাত্য বসু এবং রথীন ঘোষ।শপথ গ্রহণ শেষে নবান্নে মন্ত্রীসভার প্রথম বৈঠক হয় এবং তাঁদের দপ্তর বন্টন করা হয়।সেই তালিকায় বেশ কয়েকজন পুরনো মন্ত্রীদের দফতর বদল হয়েছে আবার তেমনই বেশ কয়েকজন নতুন মুখ কে গুরুত্বপূর্ণ দফতরের দায়িত্ব দেওয়া হয়েছে।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে রয়েছে স্বাস্থ্য, উত্তরবঙ্গ উন্নয়ন, জমি এবং পরিবার কল্যাণ দফতরের মত বেশ কয়েকটি দপ্তর।পঞ্চায়েত এবং গ্রামীণ উন্নয়নের দফতর সামলাবেন সুব্রত মুখোপাধ্যায়।অর্থ দপ্তর অমিত মিত্র, শিক্ষা দফতরের দ্বায়িত্ব পেয়েছেন ব্রাত্য বসু,শিল্প দপ্তরের দায়িত্ব পার্থ চট্টোপাধ্যায়ের হাতে পাশাপাশি নতুন মুখদের মধ্যে খাদ্যমন্ত্রী করা হয়েছে রথীন ঘোষ কে। নতুন মন্ত্রীসভার সেই তালিকা এক নজরে-
Views: 48