নিজস্ব প্রতিনিধি,কলকাতা- করোনার নতুন সংক্রমনে প্রতিদিনই দেশের মত নতুন রেকর্ড গড়ছে বাংলা।বঙ্গের ভোটযুদ্ধে ইতিমধ্যেই নিষেধাজ্ঞা জারি হয়েছে বাকি দুই দফা ভোটের আগে বড় জনসভা-মিছিলে। তবুও ক্রমশ বেলাগাম হয়ে পড়ছে বাংলায় সংক্রমণ। শুক্রবার প্রকাশিত রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১২,৮৭৬ জন। একইসাথে গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনায় মৃত্যু হয়েছে ৫৯ জনের। যার মধ্যে কলকাতায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২৮৩০ জন। হাওড়ায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৭৪৬ জন, উত্তর ২৪ পরগনায় করোনায় আক্রান্ত হয়েছেন ২৫৮৫ জন এবং বাকি অনান্য কয়েকটি জেলাতেও সংখ্যাটা বেড়েছে। বাংলায় এই মুহূর্তে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা প্রায় ৭৫ হাজার। একইসাথে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। সেই পরিস্থিতির কথা বিবেচনা করে কোভিড মোকাবিলায় রাজ্য সরকার তৈরি করলো বিশেষ টাস্ক ফোর্স। রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ৬ জনকে নিয়ে এই টাস্ক ফোর্স তৈরি করা হয়েছে। এই টাস্ক ফোর্সে রয়েছেন, রাজ্য পুলিশের ডিজি, কলকাতা পুলিশ কমিশনার, স্বাস্থ্য দফতরের সচিব, অর্থ দফতরের সচিব,হোম অ্যান্ড প্লানিং দফতরের সচিব ও পঞ্চায়েত দফতরের সচিবরা।মূলত এই টাস্ক ফোর্স রাজ্যের বিভিন্ন জেলার কোভিড সংক্রান্ত আধিকারিকদের সাথে সমন্বয় রেখে কাজ করবেন।
Views: 225