নিজস্ব প্রতিনিধি,মালদহ- বিগত কয়েকদিন ধরে উর্ধমুখী কোভিড সংক্রমণ, যে সংক্রমণের দ্বিতীয় ঢেউ আছড়ে পরেছে সারা দেশে। প্রতিদিন যেমন বাড়ছে এই সংক্রমণে আক্রান্তের সংখ্যা,তেমনই বাড়ছে মৃত্যুর সংখ্যা।যার প্রভাব পড়েছে এই বাংলাতেও।ইতিমধ্যেই দেশের কয়েকটি রাজ্যে চালু হয়েছে নাইট কার্ফু পাশাপাশি দেশের রাজধানী দিল্লিতে সোমবার রাত থেকেই জারি হয়েছে ৬ দিনের লকডাউন।বাংলাতেও প্রতিদিন সংক্রমনে নতুন রেকর্ড গড়ছে, তাহলে কি বাংলাতেও শুরু হবে লকডাউন কিংবা নাইট কার্ফু। বঙ্গবাসীর এই প্রশ্নের উত্তরে সোমবার মালদহে এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় জানিয়ে দিলেন বাংলায় এখনই এসব কিছু হচ্ছে না। তিনি জানান ‘এখনই লকডাউন জারির কোনও পরিকল্পনা নেই। লকডাউন করলেই কি সব বদলে যাবে? লোকের অসুবিধা হবে না! নাইট কার্ফু করে কিছু হবে না। নাইট কার্ফু কোনও সমাধান নয়।তিনি বলেন, ‘আতঙ্কের কোনও কারণ নেই। রাজ্য সরকার মুখ্য সচিবের নেতৃত্বে একটি টাস্ক ফোর্স তৈরি করেছে , করোনা মোকাবিলায় সেই টাস্ক ফোর্স কাজ করছে। পাশাপাশি তিনি জানান করোনার জন্য আরও সাড়ে চার হাজার শয্যা বাড়ানো হবে। ২০০ সেফ হোমে ১১ হাজার বেড রয়েছে। ৪০০ অ্যাম্বুল্যান্স রয়েছে। তিনি জানান বাংলায় এখনও পর্যন্ত প্রায় ২০০০ সঙ্কটজনক রোগী রয়েছেন। ৫৮টা বেসরকারি হাসপাতালকে করোনা চিকিৎসায় অধিগ্রহণ করেছে রাজ্য সরকার।’ একইসাথে রাজ্যে টেলিমেডিসিন পরিষেবা খোলা থাকছে। যার নম্বরটি হল- ১৮৩১৩৪৪৪২২২, এই নম্বরে করোনা চিকিৎসা সংক্রান্ত সমস্ত রকমের পরিষেবা নিতে পারবেন বঙ্গবাসী।
Views: 593