নিজস্ব প্রতিনিধি,কলকাতা-বঙ্গের পঞ্চম দফা ভোটের আগে রিলিজ হয়েছে মুখ্যমন্ত্রী এবং তৃণমূল নেতা পার্থ প্রতিম রায়ের অডিও টেপ। যেভাবে বিজেপি অফিস থেকে তা রিলিজ করা হয়েছে তাতে নির্বাচন বিধি ভঙ্গ হয়েছে। তার বিরুদ্ধে কমিশনের নালিশ জানালেন তৃণমূলের এক প্রতিনিধি দল। শনিবার দুপুরে তৃণমূলের সর্বভারতীয় নেতা যশবন্ত সিনহার নেতৃত্বে একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনের দপ্তরে আসেন এবং সি ই ও র সঙ্গে দেখা করেন।যে প্রতিনিধি দলে যশবন্ত বাবু ছাড়াও ছিলেন তৃনমূল নেতা পূর্ণেন্দু বসু এবং ডেরেক ও ব্রায়ন। তাদের অভিযোগ ভোটের আগের দিন যেভাবে মুখ্যমন্ত্রীর এই কথোপকথন প্রকাশ করা হয়েছে তাতে নির্বাচন বিধি ভঙ্গ হয়েছে। তা ভোটারদের প্রভাবিত করার জন্যই এই কাজটি করা হয়েছে। একইসাথে তাদের অভিযোগ যে ভাবে ব্যক্তিগত আলাপচারিতা ট্যাপ করা হয়েছে তার বিরুদ্ধে তারা আইনানুগ ব্যবস্থা নিতে চলেছেন। তৃনমূল নেতা যশবন্ত সিনহা বলেন মুখ্যমন্ত্রীর মতো ব্যক্তিত্বর কথোপকথন যদি আড়িপাতা হয় তাহলে সাধারণ মানুষ তাদের ব্যক্তি স্বাধীনতা কিভাবে বজায় রাখবেন তা নিয়ে প্রশ্ন উঠেছে।নিয়মানুযায়ী যদি ক্রিমিনালদের কথাও ট্যাপ করা হয় সেক্ষেত্রে তা করার আগে উর্দ্ধতন কর্তৃপক্ষের অনুমতি নেওয়া প্রয়োজন। আমরা নির্বাচন কমিশনকে জানিয়ে গেলাম এটা সম্পুর্ণ নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করা হয়েছে।
Views: 73