নিজস্ব প্রতিনিধি,হুগলি-বিরোধী তৃনমূল ইতিমধ্যেই তাঁকে বহিরাগত তকমা দিয়েছেন, কিন্তু তিনি তা মানতে নারাজ।তার দাবী গত কয়েকদিনে প্রচারে এসে মানুষের ভালোবাসায় তিনি অবিভূত। তাই তিনি নিজেকে বহিরাগত মনে করেন না,আগামীদিনে চণ্ডীতলার ঘরে ছেলে হয়েই তিনি থাকতে চান-দাবী চন্ডীতলা বিধানসভার কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিনেতা যশ দাশগুপ্ত।শনিবার হুগলির চন্ডীতলার চন্ডী মন্দিরে পুজো দিয়ে যশ তাদের কর্মী-সমর্থকদের সাথে নিয়ে মনোনয়ন পত্র জমা দিতে আসেন শ্রীরামপুরের মহকুমা শাসকের দপ্তরেl মনোনয়নপত্র জমা দিয়ে তিনি বলেন তিনি ঘরের ছেলে হিসাবে কাজ করতে চান, তাই প্রচারে বেরিয়ে মানুষের সাথে মিশে স্থানীয় বেশ কিছু সমস্যা তার নজরে এসেছে ,তার মধ্যে অন্যতম স্কুল,কলেজ, হাসপাতাল, কর্মসংস্থানের চাহিদা।আগামীদিনে সেই গুলির উন্নয়ন করায় হবে তার লক্ষ্য।তিনি আশাবাদী তার কেন্দ্র থেকে তিনি নিশ্চিতভাবে জিতছেন l এদিন চন্ডীতলায় তার সাথে ছিলেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গী,শ্রীরামপুর সাংগঠনিক সভাপতি শ্যামল বসু, দেবাশীষ মুখার্জি, কৃষ্ণেন্দু মিত্র সহ বিজেপির অনান্য নেতৃত্ব l উল্লেখ্য এই বিধানসভা কেন্দ্রে তার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বীতা করছেন তৃণমূলের বিদায়ী বিধায়ক সাথী খন্দকার এবং সিপিএম প্রার্থী মহঃ সেলিম।
ReplyForward |
Views: 19