প্রার্থী করেনি দল,অভিমানে বিজেপির রাজ্যকমিটি থেকে পদত্যাগ শ্রীরামপুরের ভাস্কর ভট্টাচার্য্য
বিজেপির রাজ্য কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করলেন ভাস্কর ভট্টাচার্য্যl বিজেপির হুগলি জেলার প্রাক্তন সভাপতি ভাস্কর ভট্টাচার্য্য বর্তমানে উত্তর কোলকাতা শহরতলীর পর্যবেক্ষকের দায়িত্বে ছিলেনlশ্রীরামপুরের বাসিন্দা ভাস্করবাবু আশা করেছিলেন হুগলির শ্রীরামপুর কিংবা চাঁপদানি বিধানসভা কেন্দ্র থেকে তিনি সম্ভাব্য প্রার্থী, কিন্তু দল তাকে প্রার্থী না করায় তিনি যথেষ্ট ক্ষুব্ধ। আভিমানে মঙ্গলবার তার পদত্যাগপত্র রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কাছে পাঠিয়েছেনl ভাস্করবাবু জানান তিনি দীর্ঘদিন বিজেপির হুগলি জেলা সভাপতির দ্বায়িত্ব সামলেছেন পাশাপাশি বর্তমানে উত্তর কলকাতার পর্যবেক্ষকের দ্বায়িত্বে ছিলেন। দলকে বারংবার জানিয়েছেন তিনি সংসদীয় রাজনীতিতেই বেশি আগ্রহী একই সাথে হুগলির শ্রীরামপুর কিংবা চাঁপদানিতে প্রার্থী হতে চান কিন্তু দল তার পরিবর্তে শ্রীরামপুর কেন্দ্র থেকে কবীর শঙ্কর বসু এবং চাঁপদানি কেন্দ্র থেকে দিলীপ সিং কে প্রার্থী করেছে।ফলে তার মত অভিজ্ঞ নেতাকে বঞ্চিত করেছে ,তাই এই দলে তিনি থাকতে চাননা, তাই এই সিধান্ত্ব। একইসাথে তিনি জানান আগামীদিনে তিনি কোন পথে হাঁটবেন তা দু একদিনের মধ্যেই জানাবেন।
Views: 30