নিজস্ব প্রতিনিধি, শ্রীরামপুর- করোনা সংক্রমনের দ্বিতীয় ঢেউে বিপর্যস্ত সারাদেশ, একই অবস্থা বাংলায়। প্রতিদিন যেমন বাড়ছে আক্রান্তের সংখ্যা তেমনিই মৃত্যুর সংখ্যা।পাশাপাশি বাড়ছে অক্সিজেনের সমস্যা। এই অবস্থায় কোভিড রোগীদের পাশে থাকতে শ্রীরামপুরে পথে নামলো “সবুজ সৈনিক” নামক একটি সংগঠন।শনিবার শ্রীরামপুর কোর্টের সামনে এক অনুষ্ঠানের মাধ্যমে সূচনা করলেন তাদের কর্মসূচি। দূর্গাশঙ্কর স্যানাল সুইমিং পুলের পরিচালনায় এই দলটি আনুষ্ঠানিক ভাবে শনিবার থেকে কাজ শুরু করলো। মূলত শহরজুড়ে স্যানিটাইজেশন প্রক্রিয়া করা, সাধারণ মানুষকে সচেতন করা, অ্যাম্বুলেন্স পরিষেবা দেওয়া, কোভিডে আক্রান্ত বাড়িতে থাকা অসুস্থ রোগীকে খাবার পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা, দোকানের দামে বাড়িতে বাড়ীতে ঔষুধ পৌঁছে দেবার ব্যবস্থা করা, অনলাইন ব্যবস্থায় কোভিডে আক্রান্ত রোগীদের চিকিৎসা করা এবং শববাহী গাড়ির ব্যবস্থা করার মত একগুচ্ছ পরিষেবা দেওয়ায় তাদের মূল উদ্দেশ্য। শ্রীরামপুরের বিদায়ী বিধায়ক ডাক্তার সুদীপ্ত রায়,শ্রীরামপুরের পুর প্রশাসক অমিয় মুখোপাধ্যায়, কো-অর্ডিনেটর সন্তোষ সিং,অসীম পন্ডিত, সমাজসেবী সমীরণ ঘোষের উপস্থিতিতে এই কর্মসূচি শুরু হয়। ডাঃ সুদীপ্ত রায় বলেন আমাদের লক্ষ্য করোনা রোগীদের পাশে থাকা, তার জন্য এই উদ্যোগকে সাধুবাদ জানায়। পুর প্রশাসক অমিয় মুখোপাধ্যায় বলেন এই বিপর্যয়ের মধ্যে নিজেদের জীবন বিপন্ন করে এই দল যে কাজ শুরু করেছে তার ফলে কোভিড আক্রান্ত রোগীরা স্বস্তি পাবে। চারিদিকে আতঙ্কের মধ্যে সবুজ সৈনিকের এই উদ্যোগকে সাধুবাদ জানায় তিনি। এই উদ্যোগে খুশি শ্রীরামপুরের বাসিন্দারা।
Views: 1880