নিজস্ব প্রতিনিধি, শেওড়াফুলি- সামাজিক বার্তায় সাধারণ মানুষের পাশে থাকতে এগিয়ে এলো “জয়হিন্দ বাহিনী”। শারদ উৎসবের আনন্দ ভাগ করে নিতে রবিবার সন্ধ্যায় শেওড়াফুলিতে এক অনুষ্ঠানে কয়েকশো সাধারণ মানুষের হাতে বস্ত্র তুলে দিলেন অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্টরা ।

শ্রীরামপুরের সংসদ কল্যাণ ব্যানার্জীর উপস্থিতিতে সূচনা হওয়া এ দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয় হিন্দ বাহিনীর রাজ্য সভাপতি কার্তিক ব্যানার্জি, চাঁপদানির বিধায়ক তথা হুগলি- শ্রীরামপুর সংগঠনিক তৃণমূলের সভাপতি অরিন্দম গুইন, বৈদ্যবাটি পুরসভার পুরপ্রধান পিন্টু মাহাতো, হুগলি জেলা জয় হিন্দ বাহিনীর সভাপতি তথা বৈদ্যবাটির পুরপারিষদ সুবীর ঘোষ, পুরসদস্য রাজু পারুই সহ পুরসভার অনান্য পুর সদস্যদের পাশাপাশি জেলা ও শহরের বিশিষ্টরা।

পরে সুবীরবাবু বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব সময় বলেন উৎসব সকলের,স্বাভাবিকভাবে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর আনন্দ সকলে ভাগ করে নিতে তাদের এই উদ্যোগ। জয় হিন্দ বাহিনীর এই উদ্যোগে খুশি স্থানীয় বাসিন্দারা।

Views: 29