নিজস্ব প্রতিনিধি,শ্রীরামপুর-বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অক্ষর শহর শ্রীরামপুরে শুরু হল ১২ তম বইমেলা। শুক্রবার বিকালে শ্রীরামপুরের গান্ধী ময়দানে আয়োজিত এই বইমেলার উদ্বোধন করেন প্রখ্যাত কথা সাহিত্যিক অমর মিত্র। অনুষ্ঠানের সূচনা হয় বইয়ের জন্য হাঁটুন প্রতিযোগিতার মাধ্যমে। মাহেশের স্নানপীড়ি মাঠ থেকে থেকে শুরু হওয়া এই পদযাত্রা শেষ হয় গান্ধী ময়দানে । শ্রীরামপুরের বেশ কয়েকটি স্কুলের ছাত্র-ছাত্রীরা সামিল হয় এই পদযাত্রায়।
এই মেলায় থাকা ৩৫ টি স্টলে যোগ দেয় কলকাতার প্রথম সারির প্রকাশন সংস্থারা। এ দিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক অসিত মজুমদার, শ্রীরামপুর পুরসভার পুর প্রধান গিরিধারী সাহা, উপ-পুরপ্রধান উত্তম নাগ, পুরপারিষদ গৌর মোহন দে, সন্তোষ কুমার সিং , পিন্টু নাগ, বই মেলার যুগ্ম সম্পাদক সমীর সাহা সহ অন্যান্য বিশিষ্টজনেরা।
এদিনের বক্তারা প্রত্যেকেই বই কেনা এবং বই পড়ার উপর মানুষকে এগিয়ে আসার আহবান জানান ,কারন বিশেষ করে বর্তমান সময়ে ইন্টারনেট যুগে বই পড়া এবং বই কেনার চল অনেকটাই কমে গেছে তা সত্ত্বেও শিক্ষার বিকাশের জন্য বই অন্যতম মাধ্যম,তাই বইয়ের কোন জুড়ি নেই।আগামী ১৪ই জানুয়ারি পর্যন্ত চলবে এই মেলা।
Views: 58