নিজস্ব প্রতিনিধি, হরিপাল-পর্যটক বোঝাই বাস দুর্ঘটনার কবলে। মর্মান্তিক এই ঘটনায় মৃত ১,আহত ৬০ l বুধবার ভোরে হুগলির হরিপালের ইলিপুর এলাকার ঘটনা। মৃতের নাম তাপসী হালদার (৩৬)। বাসে থাকা পর্যটকের দাবি গত সোমবার দক্ষিণ ২৪ পরগনা জেলার জয়নগরের রায়দিঘি থেকে পুরুলিয়ার অযোধ্যায় বেড়াতে গিয়েছিলেন ৬৭ জনের একটি দল।
আজ ফেরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে গেলে এই ঘটনা ঘটেl পুলিশ ও স্থানীয় মানুষের চেষ্টায় শুরু হয় উদ্ধার কাজl ঘটনায় আহতরা স্থানীয় হরিপাল গ্রামীণ হাসপাতালে ভর্তিl বাসে থাকা পর্যটক বিশ্বজিৎ মন্ডল জানান সম্ভবত গাড়ির চালকের ঘুম পাওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটে।ঘটনাস্থলে মন্ত্রী বেচারাম মান্না জানান আহতদের চিকিৎসা করে বাড়িতে ফেরানোর ব্যবস্থা চলছে lপরে অত্যাধুনিক ক্রেনের সাহায্যে বাসটিকে নয়নজলি থেকে উদ্ধার করা হয়েছে।
Views: 34