নিজস্ব প্রতিনিধি,কলকাতা-তৃতীয় ঢেউের সতর্কতা জানিয়ে সব রাজ্যকেই সতর্ক করেছে কেন্দ্র, এই পরিস্থিতিতে বাংলায় বিধিনিষেধের মেয়াদ ফের বাড়লো। আগামী ৩০ শে জুলাই পর্যন্ত এই মেয়াদ বাড়ানোর কথা বুধবার ঘোষণা করলো সরকার।যদিও লোকাল ট্রেন চালু না হলেও শর্তসাপেক্ষে আগামী ১৬ই জুলাই থেকে ৫০ শতাংশ যাত্রী নিয়ে মেট্রো পরিষেবা চালুর কথা বলা হয়েছে।শনি ও রবি বাদ দিয়ে সপ্তাহে ৫ দিন চলবে মেট্রো।পাশাপাশি পুরানো নিয়মেই বাজার,দোকানপাঠ, সরকারী ও বেসরকারি অফিস, হোটেল, রেস্তোরাঁ, পানশালা, শপিং মল, ক্লাব খোলা থাকলেও শর্তসাপেক্ষে সুইমিং পুল খোলা যাবে এবং সেক্ষেত্রে কেবলমাত্র রাজ্য এবং জাতীয় স্তরে ক্রীড়া প্রশিক্ষণে ছাড় দেওয়া হয়েছে।একইসাথে ব্যাঙ্কিং পরিষেবায় ১০টা থেকে ২ টোর পরিবর্তে ৩ টে পর্যন্ত খোলা থাকবে।
Views: 223