নিজস্ব প্রতিনিধি, শ্রীরামপুর-সারা বছরের অপেক্ষা শেষ। রাত পোহালেই রথযাত্রার উৎসব। সোমবার সকাল থেকেই প্রভু জগন্নাথ দেবের বিশেষ পুজো হবে মন্দির চত্বরে, এখন তারই ব্যস্ততায় শ্রীরামপুর মাহেশের জগন্নাথ মন্দির। যদিও কোভিড বিধি মেনে মন্দির কর্তৃপক্ষ আগেই সিদ্ধান্ত নিয়েছে রথযাত্রার উৎসব হবে না তার পরিবর্তে মন্দির প্রাঙ্গণে অস্থায়ীভাবে তৈরি হওয়া মাসির বাড়িতে যাবে, জগন্নাথ, বলরাম, সুভদ্রার বিগ্রহ এবং তার পরিবর্তে প্রভুর প্রতিভূ হিসাবে নারায়ন শিলা যাবে মাসির বাড়ি। সেইমতো গত শনিবার নবযৌবন উৎসবের দিনে মন্দির কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় রথ না গেলেও নারায়ন শিলা মাসির বাড়ি যাবে ঘোড়ার গাড়ি চেপে কিন্তু রবিবার প্রশাসনিক সিদ্ধান্তে ঠিক হয় ঘোড়ার গাড়ি নয় পদব্রজেই নারায়ন শিলা যাবে মাসির বাড়ি। জগন্নাথ ট্রাস্টিবোর্ডের সম্পাদক পিয়াল অধিকারী জানান যেহেতু কোভিদ পরিস্থিতি চলছে তাই কোনভাবেই বাড়তি জমায়েত করা যাবে না সেই কারণে ঘোড়ার গাড়ির পরিবর্তে পদব্রজে যাওয়ার এই সিদ্ধান্ত। সোমবার সকালে সাড়ে পাঁচটায় প্রভু জগন্নাথ, বলরাম, সুভদ্রার বিশেষ পূজা পাঠ হবার পর সেই বিগ্রহদের মন্দিরের বাইরে থাকা বারান্দায় নিয়ে আসা হবে ভক্তদের দর্শনের জন্য এবং সেখানেই সারাদিন বিশেষ পুজোর পর বিকাল চারটের সময় মন্দিরে থাকা অস্থায়ী মাসির বাড়িতে বিগ্রহ পাঠিয়ে তারপর নারায়ণ শিলা যাবে মাসির বাড়িতে।গতবারের মত এবারেও এই রথযাত্রা উত্সব জৌলুসহীন হলেও নাম সংকীর্তনের এর মধ্যে দিয়ে প্রভুর মাসির বাড়ি যাবার অপেক্ষায় সকল ভক্তরা।
Views: 1150