নিজস্ব প্রতিনিধি, শ্রীরামপুর-কোভিড আক্রান্ত রোগীদের সুবিধার্থে তাদের দুয়ারে অক্সিজেন পরিষেবা দেওয়ার লক্ষ্যে শুরু হলো অক্সিজেন কনসেন্ট্রেটর ভ্যান ” পরিষেবাl শ্রীরামপুর পুরসভার উদ্যোগে বুধবার শ্রীরামপুরের এন এস এভিনিউ তে আয়োজিত এক অনুষ্ঠানে এই প্রকল্পের সূচনা হলো কয়েকজন বিধায়ক ও শ্রীরামপুর পুরসভার পুরপ্রশাসকের উপস্থিতিতে।মূলত এই ভ্যানে রয়েছে অত্যাধুনিক অক্সিজেন ব্যবস্থাl যার ফলে সংকটে থাকা রোগীকে দ্রুত পরিষেবা দেওয়া যাবেl এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীরামপুরের বিধায়ক ডাঃসুদীপ্ত রায়,চাঁপদানীর বিধায়ক অরিন্দম গুইন ,হাওড়ার বিধায়ক কল্যাণ ঘোষ,শ্রীরামপুরের পুরপ্রশাসক অমিয় মুখোপাধ্যায় ও জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সুবীর মুখোপাধ্যায়। পুরপ্রশাসক অমিয় মুখোপাধ্যায় জানান, সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগেই এই আধুনিক স্বাস্থ্য পরিষেবা মানুষ কে পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে।এর ফলে সহজেই শ্বাসকষ্ট জনিত রোগীকে দ্রুততার সাথে চিকিৎসা করা সম্ভব হবেlএই প্রকল্পের সূচনায় খুশি শ্রীরামপুর বাসীl
Views: 312