নিজস্ব প্রতিনিধি, শেওড়াফুলি-চন্দননগর কিংবা রিষড়ার পাশাপাশি জগদ্ধাত্রী পুজোর আবহ হুগলির বিভিন্ন প্রান্তে। সেই আবহে অভিনব উদ্যোগ শেওড়াফুলির ১০ নম্বর ওয়ার্ডে।গত বৃহস্পতিবার বৈদ্যবাটি পুরসভার পুরপারিষদ তথা জেলা তৃণমূল জয় হিন্দ বাহিনীর সভাপতি সুবীর ঘোষের উদ্যোগে ও স্থানীয় দেশবন্ধু ক্লাবের সহযোগিতায় দেবী জগদ্ধাত্রীর আরাধনার আরাধনায় এক বিশেষ অনুষ্ঠানে সম্বর্ধিত করা হলো বিশেষ […]
