নিজস্ব প্রতিনিধি,শ্রীরামপুর-সময়ের সাথেই নতুন ভাবনায় এগিয়ে চলেছে শ্রমজীবী হাসপাতাল। ২০১২ সালে পথচলা শুরু করে শ্রীরামপুরের শ্রমজীবী হাসপাতাল। তারপর থেকে প্রতিদিনই কোনো না কোনো সংযোজন ঘটেছে এই গ্রামীণ হাসপাতালে। এখানে ল্যাপারোস্কোপিক সার্জারী, হাঁটু প্রতিস্থাপনসহ অর্থোপেডিক অপারেশন, লেজার সার্জারি,গাইনি, ই এন টি, জেনারেল সার্জারিসহ বিভিন্ন সার্জারি যেমন হয়, তেমনই চোখের ফেকো সার্জারিও […]