নিজস্ব প্রতিনিধি,চুঁচুড়া- উড়িষ্যায় কাজে গিয়ে বাংলাদেশী তকমা দিয়ে হেনস্থার হওয়ার অভিযোগ চুঁচুড়ার সুকান্ত নগরের বাসিন্দা দেবাশীষ দাসেরl সেই হেনস্তার প্রতিবাদে রাস্তায় নামল চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের নেতৃত্বে তৃণমূল কর্মীরা l রবিবার চুঁচুড়ার পিপুলপাতি থেকে শুরু হওয়া মিছিল শেষ হয় ঘড়ির মোড়ে। বিধায়ক অসিত মজুমদার বলেন বিজেপি শাসিত রাজ্য গুলিতে এইভাবে বাঙ্গালীদের হেনস্থা করা হচ্ছে যদিও এই বাংলায় বিভিন্ন রাজ্যের বাসিন্দারা সম্মানের সাথে বসবাস করে।

তাই সেই স্বৈরাচারী বিজেপির সরকারের বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদl হেনস্থা হওয়া যুবক দেবাশীষ দাস বলেন আমরা সাধারণত বিদেশে গেলে পাসপোর্ট এর কথা ভাবি। কিন্তু দেশেরই অন্য রাজ্যে গিয়ে পরিচয়পত্র থাকা সত্ত্বেও যেভাবে হেনস্থা হতে হয়েছে, তাতে আমরা যথেষ্ট আতঙ্কিত। আমরা চাই এই বিষয়টি গুরুত্ব দিয়ে ভাবা হোক l প্রতিবাদের বিভিন্ন স্লোগানের প্লাকাড গলায় নিয়ে বিধায়কের নেতৃত্বে এই মিছিলে যোগ দেন প্রচুর সংখ্যক তৃণমূল কর্মীরা। মিছিল থেকে দাবি ওঠে অবিলম্বে এই হেনস্তা বন্ধ না হলে আগামী দিনে ফের বৃহত্তর আন্দোলন হবে।

Views: 109