নিজস্ব প্রতিনিধি,চুঁচুড়া- উড়িষ্যায় কাজে গিয়ে বাংলাদেশী তকমা দিয়ে হেনস্থার হওয়ার অভিযোগ চুঁচুড়ার সুকান্ত নগরের বাসিন্দা দেবাশীষ দাসেরl সেই হেনস্তার প্রতিবাদে রাস্তায় নামল চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের নেতৃত্বে তৃণমূল কর্মীরা l রবিবার চুঁচুড়ার পিপুলপাতি থেকে শুরু হওয়া মিছিল শেষ হয় ঘড়ির মোড়ে। বিধায়ক অসিত মজুমদার বলেন বিজেপি শাসিত রাজ্য গুলিতে এইভাবে […]