নিজস্ব প্রতিনিধি,রিষড়া-একটা সময় গুটি কয়েক ছাত্র নিয়ে স্বপ্ন দেখেছিলেন একটি ভালো শিক্ষা প্রতিষ্ঠানের, তাঁর সেই স্বপ্ন পূরণ হয়ে আজ সেই শিক্ষা প্রতিষ্ঠান বর্তমানে হয়ে উঠেছে বাংলার অন্যতম।যে শিক্ষালয়ের অন্যতম পথ প্রদর্শক স্বামী সোমানন্দ মহারাজের জন্ম শতবার্ষিকী পালিত হল স্কুল প্রাঙ্গণে। রিষড়ার মাহেশ শ্রীরামকৃষ্ণ আশ্রম মঠের উদ্যোগে সোমবার একইসাথে পালিত হল […]