নিজস্ব প্রতিনিধি,শ্রীরামপুর-আইএস সি-র দ্বাদশের ফলে দেশের মধ্যে তৃতীয় হয়ে অবাক করে দিলেন শ্রীরামপুরের হোলি হোম স্কুলের ছাত্রী মেহেলি ঘোষ। ৯৯.২৫ নাম্বার পাওয়া এই ছাত্রীর সাফল্যে বিস্ময়ে তার স্কুলের সহপাঠী থেকে প্রতিবেশীরা। হুগলির ডানকুনির ভাদুয়া এলাকার বাসিন্দা অজিত ও দীপা ঘোষের একমাত্র মেয়ে মেহেলি।অজিতবাবু কাজ করতেন ডানকুনির একটি ব্যাটারি তৈরির কারখানায় […]