নিজস্ব প্রতিনিধি,শ্রীরামপুর- সামাজিক দায়বদ্ধতার কথা মাথায় রেখে হাসপাতালটা শুরু করেছিলেন ঠিকই। কিন্তু শুরুর মাস ছ’য়েক পরই মৃত্যু হয় হাসপাতালের প্রতিষ্ঠাতার, তারপর বছর ছ’য়েক পর থমকে যায় হাসপাতালের পথ চলা। গত বছর ১লা জুলাই থেকে পুনরায় সেই হাসপাতালের দরজা খুলেছে। দিল্লী রোডের ধারে শ্রীরামপুর নওগার মোড়ে গত ২০০২সালে মনিকমল হাসপাতালের পথচলা […]