নিজস্ব প্রতিনিধি, শ্রীরামপুর- বাবা জগন্নাথের কাছে এসে প্রার্থনা করলাম যে তোমার দরজায় যেন ইডি নোটিস না পাঠায় সে দিকে নজর রেখো। বক্তা তৃনমূলের বিধায়ক মদন মিত্রl রবিবার হুগলির শ্রীরামপুরে জগন্নাথ মন্দিরে বলভদ্র উৎসবে যোগ দিতে এসে মদনবাবু বলেন ইডি যেভাবে নোটিস পাঠাচ্ছে তা ঘুগনি বিক্রেতাদের ছেড়া শালপাতার সমান হয়ে গেছে। […]