নিজস্ব প্রতিনিধি,রিষড়া- বিশেষজ্ঞদের ইঙ্গিত কোভিডের তৃতীয় ঢেউ আসতে চলেছে এবং সেই ঢেউয়ে বেশি আক্রান্ত হতে পারে শিশুরা। সেই শিশুদের রক্ষায় রিষড়ায় আনুষ্ঠানিকভাবে সূচনা হলো শিশু কেয়ার ইউনিট “মমতার স্পর্শ”। রবিবার রিষড়ার মোড়পুকুর এলাকায় এই সহায়তা কেন্দ্রের সূচনায় উপস্থিত ছিলেন চাঁপদানীর বিধায়ক অরিন্দম গুঁইন, রিষড়া পুরসভার কো-অর্ডিনেটর অভিজিৎ দাস, নোডাল অফিসার অসিতাভ গাঙ্গুলি সহ বিশিষ্টরা।এই চাইল্ড কেয়ার ইউনিটে শিশুরোগ বিশেষজ্ঞরা যেমন প্রতিদিন বসবেন । একইসাথে শিশুদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি কোভিডে আক্রান্ত শিশুদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হবে।ইতিমধ্যেই তার জন্য এখানে দুটি শয্যার বন্দোবস্ত করার পাশাপাশি আধুনিক চিকিৎসার যন্ত্রপাতির ব্যবস্থা রাখা রয়েছে। এখান থেকেই টেলি স্পর্শ বা মমতার স্পর্শ নামে একটি আধুনিক চিকিৎসা ব্যবস্থা চালু হচ্ছে।অর্থাৎ এই ব্যবস্থায় চিকিৎসকরা সামনা সামনি রোগীদের না দেখেও তাদের হার্ট বিট ,তাদের পালস এবং তাদের অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গের শব্দের অনুভূতির মাধ্যমে তাদের কোথায় অসুবিধা হচ্ছে তা জানা যাবে। এব্যাপারে গ্রীন ভলেন্টিয়ার ইনচার্জ সমীরণ বসু জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় এই সেন্টারটির সূচনা হল,যার একমাত্র লক্ষ্য শিশুদের কোভিড থেকে রক্ষা করা। ইতিমধ্যেই কোভিডের প্রথম এবং দ্বিতীয় ঢেউের সময় গ্রীন ভলেন্টিয়াররা প্রশংসনীয় উদ্যোগ নিয়ে প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীদের সাথে নিয়ে প্রায় দুশো কোভিড রোগীকে চিকিৎসা করেছিল। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এই নতুন ইউনিটের সূচনা।উদ্দেশ্য শিশুদের কোভিড থেকে রক্ষা করা।
Views: 389