নিজস্ব প্রতিনিধি, শেওড়াফুলি-মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন “খেলা দিবস” হবে আগস্ট মাসেl যদিও সেই খেলা দিবসের আগেই হুগলির শেওড়াফুলিতে শুরু হল সাত দিনব্যাপী নকআউট ফুটবল প্রতিযোগিতা l রবিবার যার আনুষ্ঠানিক সূচনা করেন রাজ্যের শ্রমমন্ত্রী বেচারাম মান্নাl বৈদ্যবাটি পুরসভার ১০ নম্বর ওয়ার্ড কমিটির উদ্যোগে হুগলির শেওড়াফুলি রাজবাড়ি মাঠে শুরু হল এই প্রতিযোগিতাl আগামী সাতদিন ধরে চলবে এই প্রতিযোগিতাl কোভিড পরিস্থিতির মধ্যেই এই খেলা নিয়ে বিরোধীরা প্রশ্ন তুললেও বৈদ্যবাটির পুর প্রশাসকমণ্ডলীর সদস্য তথা এই ওয়ার্ডের কো অর্ডিনেটর সুবীর ঘোষ জানান বিরোধীরা অনেক কিছুই বলবেই,তারা তো মিটিং, মিছিল করছেইl আর আমরা কোভিড বিধি মেনেই এই খেলা করছিl যে অনুষ্ঠানে বিধায়ক স্নেহাশিস চক্রবর্তী, করবি মান্না,অরিন্দম গুইন, ফুটবল খেলোয়াড় রহিম নবি,হেমন্ত ডোরা,দেবজিৎ মজুমদার সহ উপস্থিত ছিলেন বিশিষ্টরাl
Views: 324