নিজস্ব প্রতিনিধি,শ্রীরামপুর-সচিত্র পরিচয়পত্রের আন্দোলনে একদিন প্রাণ দিতে হয়েছিল তেরো জন যুবককেl শহীদ দিবসের সেই দিনটিকে স্মরণ করতে শ্রীরামপুরের ২৭ নম্বর ওয়ার্ড কমিটি দিনটি পালন করল অন্যভাবেl এদিন পাঁচ শতাধিক অসহায় মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দিলেন এখানকার কর্মীরাlএকইসাথে কোভিড সংক্রমণের রোধের সহায়তায় তুলে দেওয়া হয় মাস্ক,স্যানিটাইজার। যে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করেন শ্রীরামপুরের পুরপ্রশাসক অমিয় মুখোপাধ্যায়lএকই সাথে এই ওয়ার্ডে থাকা “মা ক্যান্টিন”,যেখানে প্রতিদিন পাঁচ টাকার বিনিময়ে দুপুরের খাবার তুলে দেওয়া হয়, সেই মা ক্যান্টিনের ৪৭তম দিন হিসাবে এদিন এই অনুষ্ঠান থেকেই তুলে দেওয়া হলো দুপুরের বিশেষ খাবার। পুরপ্রশাসক অমিয় মুখোপাধ্যায় জানান শহিদ দিবসের এই বিশেষ দিনে দলনেত্রীর থেকে নতুন কিছু বার্তা শোনার পাশাপাশি সাধারণ মানুষের পাশে থাকতে পেরে ভালো লাগছেl ওয়ার্ড কমিটির সম্পাদক পিন্টু নাগ জানান কোভিড পরিস্থিতির মধ্যে দলনেত্রীর নির্দেশ অসহায় মানুষদের পাশে থাকার,সেই বার্তা মেনেই শহীদ দিবসের দিনটিতে স্থানীয় বাসিন্দাদের পাশে থাকতেই এই উদ্যোগl ওয়ার্ড কমিটির এই উদ্যোগে খুশি স্থানীয়রা।
Views: 148