নিজস্ব প্রতিনিধি, শেওড়াফুলি-কোভিড পরিস্থিতিতে অসহায় মানুষদের মুখে অন্ন তুলে দিতে তারা বদ্ধপরিকর, তাদের সেই প্রচেষ্টার ২৫ দিন পূর্ণ হল শনিবারl তাই এই বিশেষ দিনে বৈদ্যবাটি পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের ছোট শীতলাতলা এলাকায় দুয়ারে খাবার কর্মসূচি পালিত হল অন্যভাবেl প্রতিদিনের ডাল,ভাত, সবজির পাশাপাশি আজকের মেনু তে স্থান পেয়েছে মাংস ও মিষ্টিও […]