নিজস্ব প্রতিনিধি হুগলি -গত সোমবার বিকেলে হওয়া প্রবল ঝড় বৃষ্টির সাথেই বজ্রপাতে একইদিনে হুগলিতে মৃত্যু হয়েছে ১১ জনের, যার মধ্যে আরামবাগ মহকুমাতেই মৃতের সংখ্যা ছিল ৫জন এবং বাকি জেলার বিভিন্ন প্রান্তে মৃত্যু হয়েছে আরও ৬ জনের। মর্মান্তিক এই ঘটনার পর বৃহস্পতিবার মৃতদের পরিবারের সাথে দেখা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রথমে তিনি যান ধনেখালির সাটিথান এলাকার নবগ্রামে মৃত কিরণ রায়ের বাড়িতে, কিরণ দেবী মাঠে গোরু আনতে গিয়ে বজ্রপাতে মৃত্যু হয়। এদিন তার স্বামী এবং দুই সন্তানের সাথে দেখা করে আর্থিক অনুদান তুলে দেবার পাশাপাশি আশ্বস্ত করেন সব রকম সহযোগিতার। এরপর মহানাদের একটি পরিবারের সাথে দেখা করে মহেশ্বর পুর হাই স্কুল প্রাঙ্গণে আর কয়েকজন পরিবারের সাথে দেখা করে আর্থিক আনুদান তুলে দেন। এখান থেকেই তিনি তারকেশ্বরে হয়ে যান খানাকুলে। সেখানেও একইভাবে বজ্রপাতে মৃত পরিবারদের হাতে আর্থিক সাহায্য তুলে দিয়ে পাশে থাকার আশ্বাস দেন। জেলার বিভিন্ন প্রান্তে তার সাথে ছিলেন বিধায়ক তপন দাশগুপ্ত, অসিত মজুমদার,অসীমা পাত্র, স্নেহাশিস চক্রবর্তী, অরিন্দম গুঁইন,মনোরঞ্জন ব্যাপারী, মন্ত্রী রত্না দে নাগ এবং জেলা সভাপতি দিলীপ যাদব। বিভিন্ন পরিবারের আত্মীয়রা আর্থিক সাহায্য গ্রহন করার পাশাপাশি তাদের অনেকেরই দাবী কর্মসংস্থানের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হোক।
Views: 211