নিজস্ব প্রতিনিধি, শ্রীরামপুর- কোভিড সংক্রমনের দ্বিতীয় ঢেউে বিপর্যস্ত বাংলা। প্রতিদিন সংক্রমণ যেমন বাড়ছে,তেমনিই বাড়ছে মৃত্যুর সংখ্যা। এই পরিস্থিতিতে শনিবার নবান্ন থেকে মুখ্যসচিব ঘোষণা করেন আগামী ১৫ দিন বাংলায় লকডাউন থাকবে। দুপুরের এই ঘোষণার পরে শ্রীরামপুরের দুটি ছবি বাংলার প্রবাদ কে মনে করিয়ে দিয়েছে। কারো পৌষ মাস আবার কারোর সর্বনাশ…। যেমন […]