নিজস্ব প্রতিনিধি শ্রীরামপুর-স্ত্রীর কয়েক দিন ধরে জ্বর, গা হাত পা যন্ত্রণা। সন্দেহ হওয়ায় তার করোনা পরীক্ষা করলে রিপোর্ট আসে পজেটিভ। বর্তমানে তিনি ব্যান্ডেলের ইএসআই হাসপাতালে চিকিৎসাধীন। স্ত্রীর পজিটিভ হওয়ার তড়িঘড়ি শ্রীরামপুর বটতলার বাসিন্দা পেশায় ব্যাঙ্ক আধিকারিক গোবিন্দ সাধুখা তার মেয়ে দীপান্বিতাকে সাথে নিয়ে গত ১৫ ই এপ্রিল শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে যায় […]
Day: April 24, 2021
কোভিড সচেতনতায় বাংলাজুড়ে প্রচারে এক কৃষক
নিজস্ব প্রতিনিধি,আরামবাগ-জমিতে চাষ করে ফসল ফলানো যার মূল কাজ,দীর্ঘদিন ধরে যে এই কাজই করে এসেছে। কিন্তু সমাজকে সচেতন করতে গত কয়েক মাস ধরে তার মুল পেশা বদলে ঘুরে বেড়াচ্ছেন রাস্তায় রাস্তায়, লক্ষ্য একটায় সমাজকে সচেতন করে এই মারণব্যাধি দূর করে করোনা মুক্ত পৃথিবী তৈরি করা। ইনি হলেন তৃণাঙ্কুর পাল। পশ্চিম […]